ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

জয়পুরহাটে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে জয়পুরহাটে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার পারভেজ, সিভিল সার্জন ডা.আকুল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু।

সভায় গৃহীত কর্মসূচি মধ্যে আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের জয়পুরহাট শহীদ ডা.আবুল কাশেম ময়দানে বলছিলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় অমর একুশে’র ওপর একটি প্রামান্য তথ্যচিত্র প্রদর্শন, একুশে’র প্রথম প্রহরে রাত বারোটা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্কুলের ছাত্র-ছাত্রী ও শিশুদের শিশু একাডেমী ও গণ গ্রন্থাগার কেন্দ্রের উদ্যোগে পৃথক রচনা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, বিকেলে ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করবেন।

সংবাদটি শেয়ার করুন