মিয়ানমারে ভয়াবহ গোলাগুলির ঘটনায় বান্দরবানের তমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২০ সদস্য।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকায় বাড়ি ফেরার পথে প্রবীর ধর (৫৮) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ওই এলাকার যুদিষ্টি ধরের ছেলে। গোলাগুলির সময় একটি মর্টারশেল সীমান্ত অতিক্রম ওই এলাকার একটি বাড়িতে এসে পড়ে। স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাত সাড়ে ৩টা থেকে ভয়াবহ গোলাগুলি চলছে তমব্রু সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে। যা এখনো চলমান রয়েছে।
সকালে কোনাকপাড়া বিজিবি ক্যাম্পে মিয়ানমারের ১৪ জন বিজিপি সদস্য আশ্রয় নেওয়ার পর বিকেলে আরও ছয়জন আশ্রয় নেয়। এদের মধ্যে দুজন আহত। ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলম জানান, মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে তমব্রু এলাকার একজন আহত হয়েছেন। সকালে মিয়ানমারের ১৪ জন বিজিপি সদস্য ক্যাম্পে আশ্রয় নেওয়ার পর আরও ছয়জন আশ্রয় নিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া এ বিষয়ে জানান, এখন পর্যন্ত বিজিপির ২০ জন তমব্রু এলাকায় আশ্রয় নিয়েছেন। এরমধ্যে সকালে ১৪ জন ও বিকেলে ৬জন বাংলাদের অভ্যন্তরে প্রবেশ করেন।