ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টলিউডে বিদ্যা বালান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবার অভিনয় করছেন কলকাতার বাংলা ছবিতে। এর আগে তিনি বলিউড চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন মালয়ালম এবং তামিল ছবিতে।

তবে তার করা বলিউডের প্রথম ছবিটিই ছিল একজন বাঙালি পরিচালকের। পরিচালক প্রদীপ সরকারের ছবি পরিণীতাই এনেদিয়েছিল বিদ্যা বালানকে ব্যাপক পরিচছিত। সেই ছবির পরই আর পেছনে ফিরে তাকাতে হয়নি বিদ্যা বালানকে।

তবে এবার কাজ করছেন কলকাতার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। তারা ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন। বিদেশে কর্মরত পাত্রকে বিয়ে করে দেশ ছেরে বিদেশে গিয়ে পারি জমায় বাঙালি অনেক নারীই। কিন্তু তাদের সেই সংসার জীবনে পারি দিতে হতে হয় অনেক নির্যাতিত,লাঞ্পজাতিত,এবং নিপীড়িত। এমনই এক চরিত্রে অভিনয় করবেন বিদ্যা।

 বিদ্যা বালান চরিত্রটি্তে খুব ভাল কাজ করতে পারবেন বলে আশা করছেন পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্রের সবাই।

আনন্দবাজার/এইচ.এস.কে

 

 

সংবাদটি শেয়ার করুন