ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ভোট পরেছে ৩৬ শতাংশ, ১টিতে জাপা, তিনটিতে আ’লীগ

পটুয়াখালী জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টি এবং ৩টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন পরবর্তী ফলাফল ও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম।

তিনি বলেন, পটুয়াখালী -১ আসনে ( পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) ১৫৯ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জাপা মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ৮০ হাজার ৭শ ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার ডাব প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৮শ ৯২ভোট।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অসম ফিরোজ নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা প্রার্থী মোঃ মহসিন হাওলাদার ২৯৫১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

পটুয়াখালী-৩(গলাচিপা ও দশমিনা) নির্বাচনী এলাকার ১২৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা নৌকা প্রতীকে ৮৯ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক আবুল হোসেন ঈগল প্রতিকে ৪৮ হাজার ৫০৮ ভোট পেয়ছেন।

পটুয়াখালী ৪ আসনের ( কলাপাড়া ও রাঙ্গাবালী) ১১০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিবুর রহমান মহিব নৌকা প্রতীকে ৬০ হাজার ৮শ ৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার পেয়েছেন ৪৮ হাজার ৫শ ৭৬ ভোট।

সংবাদটি শেয়ার করুন