ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ১১লাখ ৬২হাজার ৮৪৫টি নতুন পাঠ্যপুস্তক বিতরণ

জয়পুরহাটে ১১লাখ ৬২হাজার ৮৪৫টি নতুন পাঠ্যপুস্তক বিতরণ

জয়পুরহাট জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ১১লাখ ৬২হাজার ৮৪৫টি নতুন পাঠ্যপুস্তক (বই) বিতরণ করা হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় শহরের জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাঠ্যপুস্তক (বই) বিতরণ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সবুর আলী।

এবার জেলার ৫টি উপজেলার ৬০২ টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮৫৮ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৮৬ হাজার ৭৯৩টি, মাধ্যমিক পর্যায়ে ৫ লাখ ৮৭ হাজার ৭২টি ও মাদ্রাসায় ১ লাখ ৮৮হাজার ৯৮০টি নতুন বই বিতরণ করা হয়েছে।

এদিকে সকালে শহরের শাহিন স্কুল জয়পুরহাট শাখায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কমলমতি শিক্ষার্থীদের হাতে ২ হাজার ৮২২টি পাঠ্যপুস্তক তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক ইকবাল হোসেন।

নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে দারুন উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

উক্ত বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন