গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বোমা হামলায় গাজায় আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫৮ জন।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলের দিকে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এছাড়া পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে অন্তত ১৪ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ২১ হাজার ৫০৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫ হাজার ৯১৫ জন। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন এক হাজার ১৩৯ ইসরায়েলি।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার অপরাধে’ আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার প্রায় তিন মাস পর এই মামলা করা হলো। আদালতের কাছে এক আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছে। কারণ সেখানে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
এছাড়া, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ কাজ করার দায়ে নারীসহ একটি ‘অপরাধচক্রের’ চার ব্যক্তিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সূত্র: আল-জাজিরা