ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৮৪ সংস্থার ২০৭৭৩ জনকে অনুমতি

দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৮৪ সংস্থার ২০৭৭৩ জনকে অনুমতি

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের ৮৪ সংস্থার ২০ হাজার ৭৭৩ জনকে পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শরিফুল আলম জানান, ৮৪ সংস্থার ২০ হাজার ২৫৬ জনকে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। এই ৮৪ সংস্থার মধ্যে ৪০টি সংস্থার আরও ৫১৭ জন কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন।

এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসি সচিবালয় অনুমতি পাওয়া কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সরবরাহ করবে। স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেবে সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধন চালু করা হয়। এছাড়াও, আরপিওর ভিত্তিতে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের বিষয়ে নীতিমালা তৈরি করেছে ইসি।

সংবাদটি শেয়ার করুন