ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ‘বড় দিন’ উদযাপিত

দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে ধর্মীয় ভাব গাম্ভির্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে খৃষ্টীয় সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব- শুভ ‘বড় দিন’ উদযাপিত হয়েছে।

শুভ বড় দিন উপলক্ষে সোমবার জয়পুরহাট শহরের পৌর এলাকার মাহালী পাড়া খৃষ্টীয় কমিউনিটি সেন্টার, খনজনপুর মিশন গির্জা,পলিবাড়ির ওয়েষ্ট মিশন-বাংলাদেশ,পাঁচবিবি উপজেলার বাজিতপুরের-সেভেনথ ডেজ অ্যাডভেনটিস মারানাথা সেমিনারি,মহীপুরের পাথরঘাটা মিশন সহ বিভিন্ন খৃষ্টীয় পল্লীর চার্চ ও গির্জায় দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৮টা থেকে একাধিক চার্চ ও গির্জায় প্রারম্ভিক প্রার্থনা (প্রেয়ার)শুরু হয়। এ ছাড়া দিনের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল বড়দিনের শুভেচ্ছা বিনিমিয়, প্রীতিভোজ, শিশুদের খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন