ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩১

চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩১

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে আর এতে আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। দেশটির গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে স্থানীয় সময় সোমবার রাতে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গানসুতে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ৭৮২ জন। কিংহাইয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। ১৯৮ জন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। ভূমিকম্প থেকে পরে ভূমিধসের সৃষ্টি হয়েছে। ভূমিকম্পে দেড় লাখের মতো ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের পাশাপাশি রাস্তাঘাট-বিদ্যুৎ এর খুঁটিসহ অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

নিখোঁজদের উদ্ধারে ১৫০০ জন ফায়ার সার্ভিসের কর্মী, ১৫০০ জন পুলিশ অফিসার, হাজারের বেশি সেনা সদস্য কাজ করে যাচ্ছেন। কর্তৃপক্ষরা বলছেন, গানসুতে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে তবে মিনহে কাউন্টির দুটি গ্রামে ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন। , যেখানে মাটি ধসে গেছে অনেক ভবন অর্ধেক মাটির নিচে চলে গেছে।

এ ছাড়াও, দ্য ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ১ মাত্রার। তবে চীনা কর্তৃপক্ষ বলছে এ মাত্রা ছিল ৬.২।

সংবাদটি শেয়ার করুন