গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পেয়েছেন ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় তিনি কারামুক্তি পান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার শাহজাহান আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জেল সুপার বলেন, ইভ্যালির সিইও রাসেল একাধিক মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। সব মামলায় তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে সেসব যাচাই-বাছাই শেষে সোমবার সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্ত্রী জামিনে মুক্তি পান।