রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর দেশের বেশিরভাগ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
তেজগাঁওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর দেশের বেশিরভাগ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বিকেল ৫টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার অভিযান চালানোর পথে রয়েছেন তারা।
ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের লোকোমোটিভের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেনের সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানান ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক সেকেন্দার আলী। হতাহতের সংখ্যা নিশ্চিত করতে না পারলেও তিনি বলেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।