ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার দুটি আসনের ৩জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করে প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট-১ আসনের ২জন ও জয়পুরহাট- ২আসনে ১জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন: জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- রানী রাবেয়া আসরী ও মোছা.আলেয়া বেগম এবং জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: আতোয়ার হোসেন।

এর ফলে এখন জয়পুরহাট- ১ আসনে ১০জন প্রার্থীর মধ্যে ৮জন বৈধ এবং জয়পুরহাট-২ আসনে ৯জন প্রার্থীর মধ্যেও ৮জন বৈধ প্রার্থী থাকলেন ।

জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী রানী রাবেয়া আসরীর মনোনয়ন পত্রে ৫জন ভোটারের স্বাক্ষর সঠিক না হওয়ায় ও মোছাঃ আলেয়া বেগমের মনোনয়ন পত্রে ৫জন ভোটারের ভুয়া স্বাক্ষর হওয়া সহ মনোনয়ন যাচাই-বাছাই কালে অনুপস্থিত থাকা এবং জয়পুরহাট- ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আতোয়ার হোসেনের মনোনয়ন পত্রে ১জন ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়া সহ তার প্রস্তাবকারী ও সমর্থনকারীকে উপস্থিত করতে না পারায় তার মনোনয়ন প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন