ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটের দুইটি আসনে ১৯ জনের মনোনয়ন দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ১০ জন ও জয়পুরহাট-২ আসনে ৯ জন। বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

জয়পুরহাট-২ আসনে দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষেতলাল উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার কাছে মনোনয়ন দাখিল করেন জাতীয় সংসদর হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় তার সাথে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া এই আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর, আতোয়ার রহমান, আব্দুর রাজ্জাক, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবু সাঈদ, জাসদের প্রার্থী আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন, জাকের পার্টির মনোনিত প্রার্থী গোলাম রসুল, বাংলাদেশ কংগ্রেসের মোঃ নয়ন ও জাতীয় পার্টির প্রার্থী আবু সাঈদ নুরুল্লাহ।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে জয়পুরহাট-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

তিনি ছাড়াও ১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী এ কে এম রায়হান মন্ডল মনু, আব্দুল আজিজ মোল্লা, আলেয়া বেগম, জহুরুল ইসলাম, রানী রায়ে আসরী, তৃণমুল বিএনপির প্রার্থী মোঃ মাসুম, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ রুকুনুজ্জামান, জাসদের আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী এ কে এম মোয়াজ্জেম হোসেন।

সংবাদটি শেয়ার করুন