ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় আরও ৭ দিনের যুদ্ধবিরতিতে সমঝোতা

গাজায় আরও ৭ দিনের যুদ্ধবিরতিতে সমঝোতা

ইসরায়েল ও হামাস গাজায় আরও সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একটি সূত্র জানিয়েছে কিছু সময় পূর্বেই উভয় পক্ষ সাতদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়। খবর: আল জাজিরা

জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি সময় আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। অন্য এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। যদিও শুরুতে যুদ্ধবিরতির সময় আগামী একদিন বাড়ানো হয়েছে বলে জানানো হয়। পরে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়।

প্রথম পর্যায়ে কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষ ৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির প্রতিদিন জিম্মি ১৩ জন ইসরায়েলিকে মুক্তির বিনিময়ে ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল আবিব। চারদিন পর আবারও ২ দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়।

ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে প্রতিদিন ১০ জন জিম্মিকে মুক্তি দিলে যুদ্ধবিরতি আরও বাড়াবে বলে জানিয়েছিল নেতানিয়াহু সরকার। পরে ইসরায়েলের এমন আবেদনে সাড়া দিয়েছে হামাস। প্রতিদিন ১০ জন ইসরায়েলি মুক্তির বিনিময়ে এখন ৩০ জন কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়, সেই সঙ্গে জিম্মি করা হয় ২৪০ জনকে। এরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ফিলিস্তিনি।

সংবাদটি শেয়ার করুন