জয়পুরহাট পৌর শহরের মুসলিম নগর – হারাইল এলাকার একটি দোতলা বাসার নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় কানিজ রাবেয়া (৩৭)নামে এক গৃহবধূর মরদেহ (লাশ) উদ্ধার করেছে পুলিশ। সোমবার (আজ) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ দিকে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী একটি ফার্মাসিটিক্যালস কোম্পানির জয়পুরহাট প্রতিনিধি শফিউল ইসলাম পলাতক রয়েছেন। ফলে গৃহবধূ কানিজ রাবেয়ার মৃত্যু – হত্যা নাকি আত্মহত্যা, তার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আর এ মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ ময়না তদন্তের জন্য গৃহবধূর মরদেহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ হুমায়ুন কবির জানান, জয়পুরহাট শহরের মুসলিম নগর – হারাইল এলাকায় একটি ভাড়াটিয়া দোতলা বাসায় একটি ফার্মাসিটিক্যালস কোম্পানির চাকরিজীবী শফিউল ইসলাম স্ত্রী কানিজ রাবেয়াসহ বসবাস করতেন। স্থানীয়দের দেয়া তথ্যানুসারে জানা যায়, তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না । ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। এমনি অবস্থায় সোমবার দুপুরে (আজ) প্রতিবেশীরা তাদের ঘরের শয়ন কক্ষে ফ্যানের সাথে গৃহবধূ কানিজ রাবেয়ার ঝুলন্ত মরদেহ (লাশ)দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।’
গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাইলে ওসি বলেন, ‘ এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে ।’
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত গৃহবধূর পলাতক স্বামী শফিউল ইসলামের কোন খোঁজ পাওয়া যায় নি।
উল্লেখ্য, তার (গৃহবধূর পলাতক স্বামীর) স্থায়ী বাড়ি গাইবান্ধা এবং তো গৃহবধূ কানিজ রাবেয়ার স্থায়ী বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।