ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসএলের ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব, আছেন তামিমও

পিএসএলের ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব, আছেন তামিমও

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের ড্রাফটে দামের সর্বোচ্চ ক্যাটাগরিতে নাম উঠেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। প্লাটিনাম নামের এই ক্যাটাগরিতে সাকিবই একমাত্র বাংলাদেশি। এই ক্যাটারিতে সর্বনিম্ন ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা) দিয়ে কিনতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

পিএসএলের আগামী আসরে বাংলাদেশের মোট ২৮ জন ক্রিকেটার খেলবেন। পিএসএলে এই আসরে ডায়মন্ড ক্যাটাগরিতে নাম উঠেছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। এসব ক্রিকেটারদের দাম কমপক্ষে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা) ধরা হয়েছে। শনিবার ( ২৫ নভেম্বর) নিজেদের এক্স একাউন্টে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করে সাকিবের অন্তর্ভুক্তির কথা জানায় পিএসএল কর্তৃপক্ষ।

সাকিব এর আগেও পিএসএলের তিনটি আসরে খেলেছেন। সর্বশেষ গত আসরে পেশোয়ারের হয়ে রিজার্ভ ক্রিকেটার হিসেবে খেলেছেন। তাও খেলেন মাত্র ১টি ম্যাচ। স্ত্রী অসুস্থ থাকার কারণে আসর রেখে সাকিব যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। এর আগে ২০১৬ সালে করাচি কিংস ও ২০১৭ সালে এই পেশোয়ারেই খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএলের নবম সংস্করণ। লিগের এই ড্রাফটে মোট বিদেশি খেলোয়াড় রয়েছেন ৪৯৩ জন। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মার্চ।

সংবাদটি শেয়ার করুন