অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশের অর্থনীতি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ “সেরা বিশে”র ভেতর চলে আসবে। আপনারা এই হিসাব আমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারেন।
আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক আনন্দ উৎসবে অর্থমন্ত্রী এসব কথা জানান।
অর্থমন্ত্রী জানান, “২০৩১ সালের মধ্যে বাংলাদেশ তাইওয়ানকে ছাড়িয়ে যাবে। ২০৪১ সালেই সোনার বাংলা গড়ে উঠবে। বর্তমানে ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৩০ নম্বরে অবস্থান করছে। ২০২৭ সালে বাংলাদেশ হবে ২৪তম অর্থনীতির দেশ।”
তিনি জানান, আমাদের সরকারের একটাই লক্ষ্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। তার স্বপ্ন বাস্তবায়ন হলেই উন্নত হবে দেশ। বঙ্গবন্ধু আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন, আমাদের নিজস্ব পরিচয় দিয়েছেন, দেশের সব উন্নয়ন পরিকল্পনার সূচনা অগ্রভাগ শুরু তার হাত ধরেই। বঙ্গবন্ধু কবির মতো করে দেশের সব উন্নয়ন সাজিয়েছেন। তিনি আমাদের মুক্তি মননেরর কবি ছিলেন।
জানা যায়, এই উৎসবের আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
অনুষ্ঠানে ইআরডি সচিব মনোয়ার আহমেদ জানান, বঙ্গবন্ধু বিশ্ব দরবারে আমাদের একটা ভূখণ্ড দিয়েছেন। তিনি জন্ম নেওয়ার সুফলেই জন্ম নিয়েছে বাংলাদেশ। সেই ক্ষণজন্মা নেতার জন্মশতবার্ষিকীকে সামনে রেখেই ইআরডির পক্ষ থেকে আমাদের এই ছোট্ট আয়োজন।
তিনি আরও জানান, ‘তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপনের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ ও বঙ্গবন্ধু দেশের এক অনন্য সত্ত্বা। বাংলাদেশের আজকের যে উন্নয়ন, তা বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন, করে যাচ্ছেন।
আনন্দবাজার/শাহী