ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আটক করা হলো আড়াই হাজার কেজি জাটকা

দেশের ১৩টি জেলায় সম্মিলিত বিশেষ অভিযান চলছে। মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূল করতেই শুরু হয়েছে এই অভিযান। এ পর্যন্ত পাঁচ দিনে ১৩১টি মোবাইলকোর্টের মাধ্যমে ৫৩০টি অভিযান চালানো হয়েছে। জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভা ও পোনা রক্ষা করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। প্রায় ২ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে যা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এসব অভিযানে ৪ কোটি ২৩ লাখ মিটার কারেন্ট জাল, ৯১৭টি বেহুন্দি জাল,  অন্যান্য ৬২৭টি অবৈধ জাল ও ৭৬৯টি মাছ ধরার নৌকা আটক করা হয়েছে। এছাড়াও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এর পূর্বে  মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রথম ধাপে অভিযান শুরু হয় গত ৭ জানুয়ারি থেকে। ১৩ জানুয়ারি শেষ হবে অভিযান। এরপর দ্বিতীয় ধাপ শুরু হবে ২১ থেকে আর চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। মোট ৮ দিন ব্যাপী এ বিশেষ অভিযান চলবে।

ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ ও পিরোজপুর এই ১৩টি জেলায় এই অভিযান চালানো হচ্ছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন