ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শনিবার (২৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বিএনপির শেষ ধাপের আন্দোলন। আজ দিনটিতে মহাসমাবেশ ডেকেছে দলটি। সমাবেশ সফল করতে সকাল থেকে মিছিল নিয়ে জমায়েত হচ্ছেন সমর্থকরা।

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে দুপুর ২টায়। মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল শুক্রবার থেকেই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি কর্মীরা। আজ সকাল থেকে দেশের নানান প্রান্ত থেকে সমাবেশে নেতাকর্মীরা আসছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে।

এদিকে বিএনপির মহাসমাবেশের দিনই রয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। সরকারি দলের অনেকেই লাঠি-বৈঠা নিয়ে মাঠে থাকার ঘোষণা দেয়। বিএনপির কর্মীদেরও অনেকেই লাঠি ও পাইপের মাথায় দলীয় ও জাতীয় পতাকা বেঁধে ফকিরাপুল-নয়াপল্টন-কাকরাইল এলাকায়।

সংবাদটি শেয়ার করুন