ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১৭তম দিনের মতো বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ভয়াবহ এমন হামলায় গত ২৪ ঘণ্টায় সেখানে কমপক্ষে চারশত নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (২৩ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার রাতভর তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক রাতেই ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটির উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে একটি বাড়িতে এদিন বোমা হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি হাসপাতালের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যেসব হাসপাতালের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে সেগুলো হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা, আল-কুদস এবং ইন্দোনেশিয়ান হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গত ১৭ দিনে কমপক্ষে চার হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১৪ হাজার ২৪৫ জন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে গাজার সশস্ত্র বাহিনী হামাস। এর পর দুপক্ষে সহিংসতা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০৫ ব্যক্তি নিহত হন। আহত হন পাঁচ হাজার ৪৩১ জন। এ ছাড়া ইসরায়েল থেকে অন্তত ২২২ ব্যক্তিকে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাসসহ গাজার কয়েকটি সশস্ত্র গোষ্ঠী।