শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  ৫৭ পূজা মন্ডপে আ. লীগ নেতার অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  ৫৭ পূজা মন্ডপে আ. লীগ নেতার অনুদান

নেত্রকোণার বারহাট্টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৭টি মণ্ডপে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য  ইমরান হোসেন সুমন নিজস্ব অর্থায়নে এ সহায়তা দেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বারহাট্টা শহরের স্বল্পদশালে নিজ বাসভবনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে এসব অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। গত বছরও উপজেলার সবগুলো পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছিলেন তিনি।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার সাহা সেন্টুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন। এছাড়া বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য লুৎফুর রহমান চঞ্চল ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রমূখ বক্তব্য দেন। এসময় উপজেলার ৫৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রত্যেক পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দেওয়া হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য  ইমরান হোসেন সুমন বলেন, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। তাই সব ধর্মের মানুষ তাদের ধর্ম চর্চা করবে। নির্বাচনকে সামনে রেখে কিছু কুচক্রী বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা নিতে চাইবে। সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরভাবে পূজা উদযাপনে জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরণের ব্যবস্থা করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের নিরাপদ থাকবে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  দেশের প্রথম এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

সংবাদটি শেয়ার করুন