ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ২২০০ বেশি ফিলিস্তিনি নিহত, ইসরায়েলি স্থল অভিযানের প্রস্তুতি

গাজায় ২২০০ বেশি ফিলিস্তিনি নিহত, ইসরায়েলি স্থল অভিযানের প্রস্তুতি

ইসরায়েলি বিমানবাহিনীর অব্যাহত বিমান হামলায় গাজায় ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ব্যাপক উচ্ছেদ, বিমান হামলা, স্থলযুদ্ধ ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেখানকার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

এদিকে এক সপ্তাহ ধরে একটানা বিমান হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। শুক্রবার (১৩ অক্টোবর) উত্তর গাজার বেসামরিক ১১ লাখ মানুষকে গাজার দক্ষিণাঞ্চলে চলে যেতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় ইসরায়েল। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কয়েক হাজার মানুষ দল বেঁধে উত্তরাঞ্চল ছাড়ছেন। গাধা ও ঘোড়ায় টানা ভ্যান, মালবাহী ও ব্যক্তিগত গাড়িতে করে আসবাব নিয়ে শহর ছাড়ছে কয়েকশ পরিবার। অনেকে হেঁটে রওনা হয়েছেন। মাইলের পর মাইল দীর্ঘ বাস্তুচ্যুত মানুষের সারি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৪ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, গত ৮ দিন ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুই হলো ৭২৪ জন। নির্বিচার এসব হামলায় ৮ হাজার ৭১৪ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় ৩২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া একদিনেই আহত হয়েছেন ১ হাজার মানুষ। এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ১৩০০টি ভবন ধ্বংস হয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানায়, এই ভবনগুলোতে ৫ হাজার ৫৪০ আবাসন ইউনিট ছিল যা ধ্বংস হয়ে গেছে। হামলায় প্রায় ৩ হাজার ৭৫০টি বাড়ি ধসে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

এছাড়াও জাতিসংঘের তথ্যমতে, গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও বোমাবর্ষণে ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে ওসিএইচএ বলছে, গাজার মানুষ প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। সেখানে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

গতকাল (শুক্রবার) উত্তর গাজার বেসামরিক ১১ লাখ মানুষকে গাজার দক্ষিণাঞ্চলে চলে যেতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় ইসরায়েল। তবে এ ঘোষণা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এটা অত্যন্ত বিপজ্জনক ও কিছু ক্ষেত্রে অবাস্তব।’

উল্লেখ্য, অব্যাহত বিমান হামলার মধ্যেই গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে গাজা সীমান্তের কাছে ৩ লাখ সেনা ও অন্যান্য যুদ্ধাস্ত্র জড়ো করেছে তারা। সম্ভাব্য স্থল অভিযানের আগে, গাজার উত্তরাঞ্চল থেকে ১১ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাদের এমন নির্দেশনার পর কয়েক লাখ মানুষ সরে গেলেও, বেশিরভাগ ফিলিস্তিনি এখনো তাদের নিজ বাড়িতেই অবস্থান করছেন। সূত্র: আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন