ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে কৃষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী সদরের আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় “বসতবাড়িতে বছরব্যাপী মৌসুম ভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল” শীর্ষক দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে কর্মশালার সমাপনী দিবসে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক ড.এস এম আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শাহিনা বেগম, উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ ও কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়রা বিনতে আলী।

উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ জানান, প্রশিক্ষণে কৃষক কৃষাণীদেরকে হাতে-কলমে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন, নিরাপদ সবজি পালন পদ্ধতি, ফল গাছ রোপন, পরিচর্যা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষক কৃষাণীকে বিভিন্ন ফলজ বৃক্ষের চারা ও সবজির বীজ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন