ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে ১০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ’২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় একশত জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের জন্য বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।

সদর উপজেলা কৃষি অফিসের হল রুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজসহ উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দরা।

উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ জানান, পেঁয়াজ চাষে স্বনির্ভরতা অর্জন করতে গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে

সংবাদটি শেয়ার করুন