ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবপুরে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণে বিমান মন্ত্রী

মাধবপুরে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণে বিমান মন্ত্রী

হবিগঞ্জের মাধবপুরে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করেন বিমান প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি।

বুধবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি। এ সময় উপজেলা মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ বিতরণ করেন বিমান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান। এ সময় উপস্থিত ছিলেন ১২০ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর উপজেলায় ১২০ টি পুজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পুজা মন্ডপে ১৮ হাজার ৪শ টাকা করে অনুদান প্রধান করা হয়।

সংবাদটি শেয়ার করুন