ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জবিতে ক্লাস চলাকালীন সময়ে খেলাধুলায় নিষেধাজ্ঞা

জবিতে ক্লাস চলাকালীন সময়ে খেলাধুলায় নিষেধাজ্ঞা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় আঠারো হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীর তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুবই ছোট। ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে খেলাধুলা করলে ক্লাস ও পরীক্ষায় বিঘ্ন ঘটে। এছাড়াও চলাচলে অসুবিধা হয়। এজন্য সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে (বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনের খোলা জায়গাসহ অন্যান্য খোলা জায়গায়) কোন প্রকার খেলাধুলা না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এই বিজ্ঞপ্তির পর সামাজিক মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করছেন এবং অনেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

ক্ষোভ প্রকাশ করে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী সামাজিক মাধ্যম বলেন, বলি খেলার জন্য ছিল এক ধূপখোলা মাঠ তা তো খেয়ে দিয়েছেন, শিক্ষার্থীরা তাদের শরীর মন ভালো রাখতে ছোট ক্যাম্পাসে খেলা করে, তাতেও আপনাদের সমস্যা। দুইটার পর সব বাস ছেড়ে দেয়, ৩ টার দিকে শিক্ষার্থীরা খেলা করবে কখন? দিয়ে রাখছেন টুর্নামেন্ট, শিক্ষার্থীরা প্রাকটিস করবে কখন? তার থেকে সব বাদ দিয়ে বলে দেন পড়াশোনা বাদে আর কিছু হবে নাহ।

সংবাদটি শেয়ার করুন