ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না আলু

মহেশপুরে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না আলু

মহেশপুরে পর্যাপ্ত আলু মজুদ থাকলেও সরকারি বেঁধে দেওয়া দামে বেচাকেনা হচ্ছে না। মহেশপুর বি.এন্ড.টি কোল্ড ষ্টোরেজ মঙ্গলবার পর্যন্ত আলু মজুদ রয়েছে ৬৮ হাজার ১৩১ বস্তা। বাজারে এখনও ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রিয় হচ্ছে।

মহেশপুর উপজেলা প্রশাসন একাধিক বার বর্ণিক সমিতি ও ব্যবসায়ীদের সাথে মিটিং করলেও সরকারি বেঁধে দেওয়া দরে মালামাল বিক্রি হচ্ছে না।

মহেশপুর বর্ণিক সমিতির সভাপতি ফশিয়ার রহমান জানান,মহেশপুরে ৪৩ টাকার নিচে ব্যবসায়ীরা আলু কিনতে পারছে না। উপজেলার পুরন্দপুর বি.এন্ড.টি কোল্ড ষ্টোরেজ হিসাবরক্ষক আব্দুল্লা আল সাইদ জানান, তাদের ষ্টোরে বিভিন্ন ব্যবসায়ীদের নামে এখন পর্যন্ত ৬৮ হাজার ১৩১ বস্তা(৫০কেজি) আলু মজুদ আছে। বর্তমানে বাজারে খুচরা আল বিক্রি হচ্ছে ৪৫/৪৬ টাকা মূল্যে।

উপজেলা পুড়াপাড়া পাইকারি আলু ব্যবসায়ী আতিউর রহমানের সাথে যোগায়োগ করলে তিনি বলেন,পাইকারি প্রতিকেজি আলু ৪৩/৪৪ টাকায় বিক্রি করছে।

বি.এন্ড.টি ষ্টোরে আলু মজুদ রাখা ব্যবসায়ী হানিফ মোল্লা ও মিন্টু মিয়ার সাথে যোগায়োগ করলে তারা বলেন,আমাদের নিজেদের কোন আলু নেই। আমাদের একাউন্টে বিভিন্ন লোক আলু রেখেছে বর্তমানে প্রতিদিন ২০/৩০ মেট্রিক টন আলু খালাশ হচ্ছে। এদিকে সরকারি রেট অনুযায়ী পাইকারি আলু বিক্রি হওয়ার কথা প্রতিকেজি ২৭ টাকা আর খুচরা ৩৬ টাকা দরে।এ বিষয়ে মহেশপুর সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজ্রিস্টেট শরিফ শাওন বলেন তিনি মহেশপুরে একাধিক বাজার মনিটরিং করেছেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন।

বর্তমানে ঝাল, পিঁয়াজ,রসুনের মূল্য নিয়ন্ত্রন আছে। তবে আলুর মূল্য নিয়ন্ত্রন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন