যুক্তরাষ্ট্রে ১০০ বছরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল ২০১৯ সালে। গেল বছরে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৫%। ১৯১৮ সালের পর এবারই জনসংখ্যা বৃদ্ধির হার এত কম হল। ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু’র কারণে প্রায় ৭ লাখ মানুষ মারা গেলে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমে গিয়েছিল। আমেরিকার জনসংখ্যা ব্যুরোর একটি প্রতিবেদনে এই তথ্য জানা যায়। জন্মহার কমে যাওয়া, মৃত্যুহার বেড়ে যাওয়া জনসংখ্যা বৃদ্ধি কমে যাওয়ার অন্যতম কারণ হলেও শরণার্থীদের আগমণ কমে যাওয়াকেই এর মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জনসংখ্যার এই নেতিবাচক অগ্রগতি শ্রমবাজারে প্রভাব ফেলবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
আনন্দবাজার/জায়েদ