ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম উচ্ছেদ, সড়কের সহযোগিতা

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম উচ্ছেদ

গাজীপুর মহানগর এলাকার পালের মাঠ গ্রামে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এর প্রথম উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গাউকের অফিস থেকে খুব কাছাকাছি মহাসড়কের ১০ মিটারের মধ্যে থাকায়, তিন তলা একটি ভবন উচ্ছেদ করা হয়েছে। ভবনের মালিককে বারবার নোটিশ প্রদান করলেও স্থাপনা সরিয়ে ফেলতে ব্যত্যয় ঘটালে আজ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এ উচ্ছেদ পরিচালনা করেন। সুস্থ নগর পরিকল্পনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে প্রক্রিয়া অনুসারে, বলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাউকের সচিব।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের আরও বলেন, সড়ক ও জনপথ আইনের মহাসড়ক থেকে ১০ মিটারের মধ্যে স্থাপনা থাকার কারণে, তিনতলা ভবনটি উচ্ছেদ করা হয়েছে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের এটি প্রথম উচ্ছেদ।এ উচ্ছেদ দিয়ে গাজীপুরবাসীকে আমরা বলতে চাই, সুস্থ নগর পরিকল্পনায় সহযোগিতা করুন ও অবৈধ স্থাপনা সরিয়ে ফেলুন।

সড়ক ও জনপথ থেকে জানানো হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সুস্থ নগর পরিকল্পনায় গাজীপুর সড়ক ও জনপথ বিভাগ সার্বিক সহযোগিতা করবে করবে। অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করার জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ সহযোগিতা নিয়ে অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমরা প্রস্তুত। এবং গাউকের সমস্ত উচ্ছেদে গাজীপুর সড়ক ও জনপথ নির্বিঘ্নে রোড ম্যাপ দেবে।

সংবাদটি শেয়ার করুন