বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, নবগঠিত কমিটি পরিচিতি ও বঙ্গবন্ধুকে নিয়ে গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
শোকাবহ আগস্টের শেষ দিন বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৩ টায় জেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান বাবু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি), জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল খালেক ফারুক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ বাতাস ও প্রকৃতি অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে ঘাতকেরা বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
আলোচনা সভা ও নবগঠিত কমিটি পরিচিতি শেষে কমিটির নেতৃবৃন্দ স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে নবগঠিত কমিটির শিল্পীবৃন্দ বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন।