ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে সীমান্ত নিরাপত্তার নিশ্চিতে বিজিবি প্রস্তুতি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পরও দেশের অভ্যান্তরীন নিরাপত্তার নিশ্চিতের জন্য বিজিবির পূর্ণ প্রস্তুতি গ্রহন করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পরও দেশের অভ্যান্তরীন নিরাপত্তার নিশ্চিতের জন্য বিজিবির পূর্ণ প্রস্তুতি গ্রহন করেছে।

তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র, সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম কওে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তাই বিজিবির পক্ষ থেকে বিবিরবাজার আইসিপিসহ দেশের সকল সীমান্তে নজরদারী আরো জোরদার করা হচ্ছে যাতে অবৈধ অস্ত্র গোলাবারুদ এবাবে সীমন্ত অতিক্রম করে যাতে আসতে না পারে এবং যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটতে পারে।

তিনি বৃহস্পতিবার সকালে কুমিল্লার সীমান্ত এলাকায় বিবিরবাজার বিওপি এবং বিবিরবাজার সমন্বিত চেক পোস্ট (আইসিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে তিনি বিবিরবাজার আইসিপিতে পৌঁছালে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজেশ সিং কানওয়ার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।

এসময় সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ শরিফুল ইসলাম মেরাজ, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ বিজিবি ও বিএসএফ কর্মকর্তার উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন