ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১০০ কোটি ডলার পাচারের ঘটনায় ১০ বিদেশির জামিন নাকচ!

১০০ কোটি ডলার পাচারের ঘটনায় ১০ বিদেশির জামিন নাকচ!

সিঙ্গাপুরে অর্থপাচার ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১০ বিদেশি নাগরিককে আবারও রিমান্ডে পাঠানো হয়েছে। এ ছাড়া, ৮ জনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ২ সপ্তাহ আগের সেই অভিযানে প্রায় ১০০ কোটি সিঙ্গাপুর ডলারের (৭৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) সমতুল্য অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি ও অন্যান্য সম্পদ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চীন, তুরস্ক, সাইপ্রাস, কম্বোডিয়া, ডমিনিকা ও ভানুয়াতুর নাগরিক আছেন এবং তাদের বয়স ৩১ থেকে ৪৪ এর মধ্যে।

ভার্চুয়ালি অভিযুক্তদের আজ আদালতে হাজির করলে আদালত তাদের জামিন নাকচ করে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রিমান্ডে পাঠিয়েছেন। একইসঙ্গে ৮ জনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটররা জানান, অভিযুক্তদের জামিন দেওয়া হলে পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এ ঘটনায় পুলিশ জানায়, ঘটনায় জড়িত সন্দেহে আরও ৮ জনকে খোঁজা হচ্ছে এবং তদন্তে ১২ জন সহায়তা করছেন।

সংবাদটি শেয়ার করুন