শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বস্ত্রমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২০ জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে বস্ত্রমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবারের জাতীয় বস্ত্র দিবসের প্রতিপাদ্য বিষয় হলো – ‘বস্ত্রখাতের বিশ্বায়ন, টেকসই উন্নয়ন।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক দেন বস্ত্রখাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায়।

জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে এই বস্ত্রমেলা।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  হাসপাতালগুলোতে ফের বাড়ছে আইসিইউ সংকট

সংবাদটি শেয়ার করুন