আগামী শনিবার আবার শুরু হবে শৈত্যপ্রবাহ এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার তারা আরও জানান, ১১ থেকে ১৩ জানুয়ারি তাপমাত্রা আরও কমতে পারে।
তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে। তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু এবং ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে।
আবহাওয়া অফিস জানায়, আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায়। এছাড়া সব যায়গার আবহাওয়া শুষ্ক থাকবে। হাল্কা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে দেশের কয়েকটি যায়গায়।
বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ৬.৮ ডিগ্রী সেলসিয়াস। তবে তা আগের দিনের চেয়ে বেশি। এদিন ঢাকার তাপমাত্রা বেড়ে ১২.২ ডিগ্রী সেলসিয়াসে গিয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৭.৫ ডিগ্রী সেলসিয়াস।
আনন্দবাজার/এস.কে