শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজার থেকে রাজস্ব আদায় বেড়েছে

পুুজিবাজারে টানা দরপতন চলতে থাকলেও ‍বিদায়ী বছরের ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে দেশের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সরকারের রাজস্ব বেড়েছে ১৮ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ১৭ টাকা।

খাতসংশ্লিষ্টরা জানান, বছরের প্রথম মাসে লেনদেন বেশি হওয়ার পাশাপাশি দেশি ও বিদেশিরা শেয়ার বিক্রি করে বাজার ছেড়ে চলে যাওয়ায় ফলে এ খাত থেকে বেশি রাজস্ব আদায় হয়েছে সরকারের। কিন্তু এটা বাজারের জন্য সুখবর নয় ।

ডিএসইর তথ্য মতে, ২০১৯ সালে ১ লাখ ১৩ হাজার ৮২১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়েছে। সেখান থেকে সরকারের ২১৬ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৯২৩ টাকার রাজস্ব আদায় হয়েছে। যা পূর্বের বছরের চাইতে ১৮ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ১৭ টাকা বেশি।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের ভ্যাট প্রক্রিয়া সহজ করার আহ্বান

সংবাদটি শেয়ার করুন