ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উড়ন্ত ট্যাক্সি আনবে উবার

যাতায়াত সেবায় যাত্রীদের আকৃষ্ট করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। দক্ষিণ কোরিয়ার হুন্দাইয়ের সাথে মিলে উড়ন্ত ট্যাক্সি আনছে  উবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি শো’তে এই পরিকল্পনার কথা জানিয়েছে তারা।

এর নাম দেয়া হয়েছে এস-এ ওয়ান। সিইএস ২০২০ ইভেন্টে এই এয়ার ট্যাক্সির কনসেপ্ট ভার্সন প্রদর্শন করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই এয়ার ট্যাক্সি আনার কথা বলছে উবার। অতঃপর তা বাস্তবায়নের পথে হাঁটছে হুন্দাই।

আর এ সেবা চালু হলে আকাশপথে দ্রুত চলাফেরা করতে পারবে যাত্রীরা। এই ট্যাক্সি টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা করবে উবার ও হুন্দাই।

জানা যায় , মাটি থেকে ১ থেকে ২ হাজার ফুট উপরে উড়তে সক্ষম হবে এই ট্যাক্সি যা ছুটতে পারবে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতিতে। একবারে ১০০ কিমি পর্যন্ত উড়তে পারবে এই ট্যাক্সি। পাঁচ থেকে সাত মিনিট চার্জ করে আবার আকাশে উড়াল দিতে পারবে এটি।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন