ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্যোগ নিলে আবারও ঘুরে দাঁড়াবে রাষ্ট্রায়ত্ত পাটকল

এক কালে খুবই লাভজনক অবস্থানে ছিল খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। তবে এখন তা চলছে সরকারি আর্থিক সহায়তার মাধ্যমে।

শ্রমিক নেতারা জানান, দক্ষ ব্যবস্থাপনা না থাকার কারণে এসব পাটকলের অবস্থা এমন খারাপ হয়েছে। তবে যথাযথ উদ্যোগ যদি নেয়া হয় তাহলে এখানকার পাটকলগুলো আবারও লাভের মুখ দেখবে বলে মনে করছেন তারা।

কাঁচাপাটের সহজলভ্যতা থাকায় এবং রেল, সড়ক ও নদীপথে যোগাযোগের সুবিধার কারণে ষাটের দশকে খুলনার ভৈরব নদের তীরে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠে এসব পাটকল।

এরপর যখন দেশ স্বাধীন হয় তখন এসব পাটকল রাষ্ট্রায়ত্ত করা হয়। কিন্ত বিভিন্ন সংকটের করণে এক সময়ের লাভজনক এসব পাটকল এখন পরিণত হয়েছে লোকসানি প্রতিষ্ঠানে।

তবে শ্রমিকরা মনে করেন মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি এবং লোকবলের সংকট এর কারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে শ্রমিক নেতারা এর ক্ষতির জন্য দায়ী করছেন অব্যবস্থাপনা ও অকার্যকর প্রশাসনিক কাঠামোকে।

শ্রমিকদের দাবি, উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত যেসকল অহেতুক জটিলতা আছে সেগুলো যদি দূর করা যায় তাহলে পাটকলগুলো আবারো পূর্বের অবস্থায় ফিরে যাবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন