আজ (বুধবার) আবারো সূচকের বড় পতনে লেনদেন শেষ হল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। এইদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ৫৩ পয়েন্টে কমে ৪ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে। যা কিনা গেলো বছরের ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।
অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক অবস্থান করছে ৯৫৩ পয়েন্টে এবং ডিএসএর পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪২১ পয়েন্টে।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। যা গত কার্যদিবস থেকে ৪৭ কোটি ৪৯ লাখ টাকা কম। গতকাল ৩২৭ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন হয় ডিএসইতে।
আজ ডিএসইতে মিউচ্যুয়াল ফান্ড ও ২৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫১টির দর বেড়েছে আর কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৫১টির।
আজকের লেনদেনে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৭০ শতাংশ।
আনন্দবাজার/তাঅ