ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মাধ্যমে দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির সূচনা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রমা পদ দে, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন