মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর যে সমস্ত খুনিরা দেশের বাহির আছে, কুটনৈতিকভাবে তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। আরো জোরালোভাবে তৎপরতা কুটনৈতিকভাবে অব্যাহত থাকবে। আর তারা তো ইতিমধ্যে শাস্তিপ্রাপ্ত, তাই তাদের ফিরিয়ে আনতে আলাদা করে আন্তজার্তিক আদালতে মামলা করার প্রয়োজন আছে বলে মনে করি না। এই শাস্তিটা কার্যক্রর করার জন্য তাদের দেশে ফিরিয়ে আনাটাই আব্যশক বলেও জানান তিনি।
তিনি মঙ্গলবার সকালে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে ১৫ই আগষ্ট শোক দিবস উপজেলা হলরুমে আলোচনা সভায় যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা ও পৌরসভার ২৬৫টি গ্রামে এক যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।