প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামীকাল বুধবার (৯ আগস্ট) চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের গৃহপ্রদান সংক্রান্ত লিখিত বিবৃতি (বক্তব্য) পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বশির গাজী।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, উপজেলায় সর্বশেষ তালিকাভুক্ত গৃহের সংখ্যা ৮৫৪ টি, হস্তান্তরের জন্য প্রস্তুতকৃত গৃহের সংখ্যা ২১৭ টি, হস্তান্তরিত গৃহের সংখ্যা ৫২৪ টি এবং বাস্তবায়নরত গৃহের সংখ্যা ১১৪ টি। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্মিত গৃহ গুলোর সাথে উদ্বোধন করার নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আগামীকাল বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় সারাদেশের ন্যায় (উপজেলা পরিষদ মিলনায়তনো হলরুম) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠানটির সাথে সংযুক্ত থাকবেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস সহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।