ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে রানের দেখা পেল লিটন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে যাওয়া লিটন কুমার দাস

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে যাওয়া লিটন কুমার দাস অবশেষে রানের দেখা পেলেন। ব্রাম্পটন উলভসের বিপক্ষে ৫৯ রান করে সারে জাগুয়ার্সকে ৬ উইকেটে জিতিয়েছেন তিনি। তার পুরস্কারও পেয়েছেন লিটন ম্যাচসেরা হয়ে।

ব্রাম্পটন মঙ্গলবার (১ আগস্ট) শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১২৮ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে আসে ৩৪ রান করেন কলিন ডি গ্রান্ডহোম।

সারের হয়ে ২টি করে উইকেট পান আম্মার খালিদ, ম্যাথিও ফোর্দে ও আয়ান খান। একটি করে উইকেট নেন স্পেন্সার জনসন ও ইফতিখার আহমেদ।

রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় পায় সারে। ১৪ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর লিটন ক্রিজে আসেন। মোহাম্মদ হারিস দলীয় ১৬ ও পরগাত সিং ব্যক্তিগত শূন্য রানে আউট হলে ইফতিখারের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন লিটন। অর্ধশতক পূর্ণ করা লিটন শেষ পর্যন্ত থামেন ৫৯ রানে। ৪৫ বলে ৩টি চারের পাশাপাশি সমানসংখ্যক ছয় হাঁকান তিনি।

ইফতিখার ৪১ বলে করেন ৩৮ রান। আয়ান খানের ব্যাট থেকে ৪ বলে আসে ৭ রান। ব্রাম্পটনের হয়ে একটি করে উইকেট নেন টিম সাউদি, ব্যান বিক, ক্রিস গ্রিন ও শহীদ আহমেদজাই।

সংবাদটি শেয়ার করুন