ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে আ’লীগের বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে আ'লীগের বিক্ষোভ মিছিল

সারাদেশে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে- জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে রোববার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হলে পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাজা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, মীর রেজাউল করিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন