শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সপ্তাহব্যাপী

জয়পুরহাটে বৃক্ষরোপন অভিযান ওবৃক্ষ মেলা শুরু

জয়পুরহাটে বৃক্ষরোপন অভিযান ওবৃক্ষ মেলা শুরু

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি ‘।- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা বন বিভাগের উদ্যোগে রোববার বিকালে শহরের জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আনুষ্ঠানিক ভাবে এ বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা (বগুড়া) মতলবুর রহমান।
সপ্তাহব্যাপী আয়োজিত এ বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল, বনজ ও ওষধি গাছের চারা বিক্রি ও প্রদর্শনীর প্রায় ২৫টি স্টল স্থান পেয়েছে।

আরও পড়ুনঃ  ম্যাংগো ট্রেনের যাত্রা শুরু

সংবাদটি শেয়ার করুন