২০১৯ সালে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধির হার পূর্বের বছরের চাইতে বেড়েছে। গেল বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গড় মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৫৯ শতাংশ। । অন্যদিকে ২০১৮ সালে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ। কিন্ত গেল ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার আগের মাসের চেয়ে কমেছে।
ডিসেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশ, যা নভেম্বরে ছিল ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। নভেম্বরে মূল্যস্ফীতি ছিল গত বছরের মধ্যে সবচাইতে বেশি।
মঙ্গলবার পরিকল্পনা কমিশনে একনেক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির সর্বশেষ এ পরিসংখ্যান তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আনন্দবাজান/এফআইবি