কথায় আছে বনের সৌন্দর্য বানর । আর এই বানর এখন নিরাপদ নয় বনের ভিতরে । বনাঞ্চলে কভারবিহীন তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট আহত হচ্ছে বানর ।
আর তাই বনাঞ্চলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় বন কর্মকর্তাসহ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তীর পক্ষে অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল এ নোটিশটি পাঠান।
নোটিশে ৭ দিনের মধ্যে বনের ভেতরের তার সরানো, তারে কভারযুক্ত করা, বানরসহ সকল পশু পাখির নিরাপত্তা ও সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বহীনতা এবং অবহেলার কারণে বানর পুড়ছে। যা খুবই নির্মম ও দুঃখজনক। তাই এ বন এবং বনের প্রাণীদের নিরাপত্তা, সংরক্ষণের জন্য দ্রুত ওই বিদ্যুতের তার সরানো ও আহত বানরদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আনন্দবাজার/এফআইবি