ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লোহালক্কড় বিক্রি করে রেলওয়ের আয় শত কোটি টাকা

নষ্ট হয়ে যাওয়া রেলের বগি, মরিচা পড়া রেল লাইনের পাত এবং পরিত্যক্ত লোহালক্কড় বিক্রি করে গত তিন বছরে ১০০ কোটি টাকা আয় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে দরপত্রের মাধ্যমে এই পরিত্যক্ত ভাঙারি বিক্রি করা হয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, পরিত্যক্ত লোহালক্কড় বিক্রি করে বিগত ১০ বছরেও সমপরিমাণ অর্থ আয় করা সম্ভব হয়নি। কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ২০১৭ থেকে সর্বশেষ ২০১৯ সাল পর্যন্ত ১০০ কোটি টাকার পরিত্যক্ত ভাঙারি বিক্রিতে সক্ষম হয়েছে রেলওয়ে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার এইচএম ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী হুমায়ুন কবীর জানান, ‘পূর্বে দরপত্রে অংশ নেওয়াটা ‍ছিল জটিল। এখন আমরা নির্বিঘ্নে সাড়া দিতে পারছি। টেন্ডারবাজি না থাকায় স্বাভাবিক নিয়মে সৈয়দপুর, ঈশ্বরদী, সান্তাহার, রাজবাড়ী, খুলনা এবং লালমনিরহাট থেকে মালামাল সংগ্রহ করা যাচ্ছে। এ বিষয়ে রেলওয়ে প্রশাসনের সার্বিক সহায্য মিলছে। দরপত্রে প্রতি মেট্রিক টন ভাঙারি লোহার দাম সাড়ে ৩৮ হাজার টাকা নেওয়া হয়েছে। আর এতেই রেলের আয় শত কোটি টাকা দাড়িয়েছে।’

পরিত্যক্ত লোহালক্কড় বিক্রি করে রেকর্ড পরিমাণ ১০০ কোটি টাকা আয় করায় সংশ্লিষ্ট বিভাগকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ। ভবিষ্যতে এ খাত থেকে আরও বেশি আয় হবে বলে আশাবাদী তিনি।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন