ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৫টি পণ্য নকল করায় এক জনকে কারাদণ্ড

কুমিল্লা জেলার মুরাদনগরে একটি কারখানা থেকে নামীদামি প্রতিষ্ঠানের ৪৫টি পণ্য নকল করার অপরাধের জন্য এর মালিক সবুজ মিয়াকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সবুজ মিয়াকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। ওই কারখানার মালিক সবুজ মিয়া (৪০) উপজেলার পুষ্করিনীরপাড় গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী জানিয়েছেন, কুমিল্লার র‌্যাব-১১ বাঙ্গরা বাজার থানার পুলিশকে সাথে নিয়ে পুষ্করিনীরপাড় এলাকায় হুমায়ুন কবিরের বাড়িতে অভিযান চালানো।

অভিযানকালে বাড়ির ভেতরে নকল ও ভেজাল পণ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ওই কারখানা থেকে ৪৫ ধরনের নকল পণ্য ও উৎপাদনের মেশিনও পাওয়া যায়। দীর্ঘদিন যাবদ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এবং পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের অনুমোদন ছাড়াই ধরে ওই কারখানায় বিভিন্ন নকল পণ্য উৎপাদন করে আসছিল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন