জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ(রবিবার) জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে চলতি জুন মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এতে অন্যান্যের মধ্যে- জয়পুরহাটের ২০বর্ডার গার্ড বাংলাদেশ- (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী , জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, আক্কেলপুর পৌর মেয়র শহিদুল ইসলাম চৌধুরী সহ এ কমিটির সদস্য- র্যাব ,বিজিবি, আনসার-ভিডিপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল সরকারি দপ্তর প্রধান সহ সকল উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও)গণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়।
পরে একই স্থানে জেলা প্রশাসকের সভাপতিত্বে- জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি ,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আনন্দবাজার/শহক