ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাউফলের ইউএনও আর নেই

ভারতে সড়ক দুর্ঘটনায় বাউফল ইউএনওর মৃত্যু

পটুয়াখালীর বাউফলের ইউএনও মোঃ আল আমিন (৪২) মারা গেছেন। আজ রবিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টার সময় তিনি ভারতে মারা যান।

ইউএনও আল-আমীন গত ৬ জুন ট্রেনিংয়ের জন্য ভারত যান। সেখানে তিনি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান।

অফিস সুত্র যানা যায়, ইউএনও আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর মাসে বাউফলে যোগদান করেন।তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার চুনাখালী গ্রামে। তিনি দুই কন্যা সন্তানের জনক।

তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তন নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছেন।

মৃত্যুর বিষয় পটুয়াখালীর এডিসি শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন